পন্টুন স্থাপন করার দীর্ঘ প্রায় সাড়ে ৩ মাস পর শরীয়তপুরের মঙ্গলমাঝি ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। চলতি বছরের ২১ আগস্ট শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাঝির ঘাটে ফেরিঘাট নির্মাণ কাজ সম্পন্ন হয়। এরপর ফেরি চলাচলের জন্য উদ্যোগ গ্রহণ করলেও নদীতে নব্যতা সংকটের কারণে এ রুটে ফেরি চলাচল সম্ভব হয়নি।
ছোট আকারের ফেরি কুঞ্জলতা পরীক্ষামূলকভাবে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে ছেড়ে আসে। হালকা যানবাহন নিয়ে ফেরিটি শরীয়তপুরের জাজিরার সাত্তার মাদবর মঙ্গল মাঝির ঘাটে এসে পৌঁছায়। এই নৌপথ দিয়ে ছোট আকারের ফেরিতে শুধু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও সরকারি কাজে ব্যবহৃত গাড়ি পারাপার করা হবে বলে বিআইডব্লিউটিএ অফিস সূত্রে জানা গেছে।
বিআইডব্লিউটিসির বাণিজ্যিক পরিচালক মো. আশিকুজ্জামান জানান, আমরা পরীক্ষামূলক ভাবে ফেরি কুঞ্জলতা চালু করি। এতে পদ্মার ৪টি পয়েন্টে নাব্যতা সংকটের কারণে বাধা প্রাপ্ত হই। যদি ড্রেজিং সম্পন্ন করা হয় তাহলে আগামী ১ সপ্তাহ পরে এই রুটে ফেরি চলাচল শুরু হতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর ফেরি সার্ভিস চালু হওয়ায় ফেরিঘাটে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল