প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহের রাজনীতিবিদ ও শাকিলের সতীর্থরা কবরে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
দিনব্যাপী জেলা আওয়ামী লীগ ও মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদ এর উদ্যোগে সকাল থেকেই শোকসভা, মিলাদ মাহফিল, কোরআন পাঠ ও আলোচনা সভার মাধ্যমে ‘মন খারাপের গাড়িচালক’ এর পঞ্চম প্রয়াণ দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে পুষ্পার্ঘ অর্পণকালে মাহবুবুল হক শাকিলের পিতা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. আজহারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ শওকত ওসমান লিটন, স্বেচ্ছাসেকব লীগের সভাপতি নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবির হিমেলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা তানভীর জোবায়ের তারিনের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রয়াত শাকিল স্মরণে কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পন করেন।
এছাড়াও বিকালে পারিবারিক আয়োজনে বাঘমারা জামে মসজিদে দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়। একই সময়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সিটি করপোরেশনের মিলনায়তনে শাকিল স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মহানগর ছাত্রলীগের উদ্যোগে টাউনহলে আলোচনাসভা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন