৬ ডিসেম্বর, ২০২১ ২১:১৪

কেন্দ্র দখল আমরা করব, কারণ আমরা সরকারের প্রতিনিধি!

অনলাইন ডেস্ক

কেন্দ্র দখল আমরা করব, কারণ আমরা সরকারের প্রতিনিধি!

দেলোয়ার হোসেন দেলু। সংগৃহীত ছবি

ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বললেন, ‘কেন্দ্র দখল করলে আমরা করব’। তার এই বক্তব্যে সায় দিয়ে উপস্থিত নেতাকর্মীরা বললেন, ‘ইনশাআল্লাহ।’ এবার প্রার্থী বললেন, ‘জোর করে ভোট নিলে আমরাই নেব। কারণ, আমরা সরকারের প্রতিনিধি!’ 

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন দেলুর এই বক্তব্যের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। 

শনিবার সন্ধ্যায় ইউনিয়নের ৮নং ওয়ার্ড বারাহীপুর এলাকায় নিজ নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে দেওয়া এই বক্তব্যের ভিডিও রবিবার (৫ ডিসেম্বর) রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে ওই প্রার্থী আরও বলেন, ‘আওয়ামী লীগের টিকিট নিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে ভোট দাবি করছি। আপনারা আগামী ২৬ তারিখ (ডিসেম্বর) আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’  

একই অনুষ্ঠানে নৌকার প্রার্থী দেলোয়ার হোসেন দেলুর কর্মী ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, ‌‘কেন্দ্রের মধ্যে ১৪৪ ধারা জারি করে দেব। নৌকার বিরুদ্ধে ভোট করলে তাদের তালিকা আমরা কড়ায়গণ্ডায় গুণব এবং প্রশাসন তাদের ধরার জন্য সবসময় প্রস্তুত রয়েছে।’

প্রার্থী দেলোয়ার হোসেন দেলু তার এমন বক্তব্যের কথা স্বীকার করে বলেন, ‘আমি অন্য সূত্র ধরে এ কথা বলেছি। ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বলে আমি জানতে পেরেছি। এটি আমার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপনের কাজ।’

আওয়ামী লীগ প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপন বলেন, দেলোয়ার হোসেন দেলু নিজ মুখে কেন্দ্র দখলের কথা বলেছেন, যার ভিডিও ইতোমধ্যে সবখানে ছড়িয়ে পড়েছে। আমি কেন ওনার বিরুদ্ধে অপপ্রচার করব। শুধু এই ভিডিও নয়, নৌকার প্রার্থী ইতোমধ্যে তার সব নির্বাচনী পথসভা, শোডাউন, উঠান বৈঠকে ভোটের দিন জোরপূর্বক কেন্দ্র দখল করে ভোট ছিনিয়ে নেওয়া ও ভোটের আগে আমার কর্মীদের এলাকা ছাড়া করার ঘোষণা দিয়ে আসছেন।’

শিপন আরও বলেন, ‘চেয়ারম্যান থাকা অবস্থায় দেলোয়ার হোসেন দেলু অনেক অনিয়ম করেছেন। এখন আবার ভোটের দিন কেন্দ্র দখল করাসহ আমার লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন। আমি এসব বিষয়ে থানায় জিডি করে রেখেছি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর