গাজীপুরের কালিয়াকৈরে সোমবার দুপুরে অজ্ঞাত (২২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার মাহবুব হোসেন নামে একর ব্যক্তির একটি পুকুরে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ক্যাম্পের একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরণে ছিল কালো গেঞ্জি ও প্যান্ট।
কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) সোহেল মোল্লা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/এএম