কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন।
মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে উপস্থিত শিক্ষক ও সদস্যদের উপস্থিতিতে সমঝোতার ভিত্তিতে বিদ্যোৎসাহী সদস্য পদ থেকে তাকে সভাপতি মনোনীত করা হয়।
পুরুষ অভিভাবক সদস্যদের মধ্য থেকে কমিটির সহ সভাপতি হলেন ফুরকান, সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন, জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য লাভলী রাণী পাল, বিদ্যালয়ের জমিদাতা সদস্য দেওয়ান জামাল দাদ খাঁ, বিদ্যোৎসাহী মহিলা সদস্য জাহানারা বেগম, ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মো. আবু ছিদ্দিক, শিক্ষক প্রতিনিধি শামছুন নাহার, দুজন মহিলা অভিভাবক সদস্য যথাক্রমে মুক্তা আক্তার (১) ও মুক্তা আক্তার (২) ও পুরুষ অভিভাবক সদস্য মো. শেখ সুমন।
উল্লেখ্য, ১৮৬২ সালে জঙ্গলবাড়ি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি সরকারিকরণ করা হয় ১৯৭৩ সালে।
বিডি প্রতিদিন/হিমেল