৮ ডিসেম্বর, ২০২১ ১০:৪০

সেন্টমার্টিনে ফের জাহাজ চলাচল শুরু: ফিরলেন আটকে পড়া পর্যটকেরা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্টমার্টিনে ফের জাহাজ চলাচল শুরু: ফিরলেন আটকে পড়া পর্যটকেরা

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার দমদমিয়া ঘাট থেকে চারটি ও কক্সবাজার থেকে একটি পর্যটকবাহী জাহাজে করে ১শ’পর্যটক সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেন। আটকে পড়া ১ হাজারের বেশি পর্যটক নিয়ে মঙ্গলবার রাত ৭টার দিকে দমদমিয়া ঘাটে পৌঁছেন কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, এমভি পারিজাত ও সুকান্ত বাবু নামে ৪টি জাহাজ।

গত শুক্রবার ও শনিবার সেন্টমার্টিনে স্বেচ্ছায় ভ্রমণে গিয়ে এসব পর্যটক আটকা পড়েছিলেন। এছাড়া পর্যটকদের আনতে কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি ও সেন্টমার্টিনে যায়।

ব্রাক্ষনবাড়িয়া বাড়িয়া থেকে ভ্রমণে আসা ইফাত বলেন, পরিবার নিয়ে একদিনের জন্য এসে সেন্টমার্টিনে তিনদিন থাকতে হয়েছে। কবে যে ফিরতে পারব অপেক্ষায় ছিলাম। আজকে জাহাজ চলে আসায় ফিরতে পারায় অনেক আনন্দ লাগছে।

সুকান্ত বাবু জাহাজের টেকনাফের ইনচার্জ শোয়েব শরীফ বলেন, দমদমিয়া জেটি ঘাট থেকে চারটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্য রওনা দেয়।জাহাজগুলো ফেরার সময় দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে সন্ধ্যায় ৭টার দিকে দমদমিয়া জেটি ঘাটে এসে পৌঁছেন।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, পাঁচটি জাহাজে করে আটকা পড়া পর্যটকরা টেকনাফ-কক্সবাজার উদ্দেশ্য রউনা দেয়। এখন দ্বীপে শতাধিক পর্যটক রয়েছে। সাগর শান্ত হওয়ায় ফের জাহাজ চলাচল শুরু হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আটকে পড়া পর্যটকদের আনতে টেকনাফ থেকে সেন্টমার্টিন যায় চারটি জাহাজ। সন্ধ্যায় জাহাজগুলো পর্যটকদের নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাটে পৌঁছেন।

উল্লেখ্য, এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছিল উপজেলা প্রশাসন। দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুরে ফের জাহাজ চলাচল শুরু হয়েছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর