জমি নিয়ে বিরোধের জেরে নাটোরের বড়াইগ্রামে আব্দুস সামাদ (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বড়াইগ্রাম থানার ওসি তদন্ত আব্দুর রহিম জানান, উপজেলার গুনাইহাটি এলাকার আব্দুস সামাদ মঙ্গলবার সকালে জমিতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাথারি টিপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে আজ বুধবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আব্দুস সামাদের। এ ঘটনায় নিহত আব্দুস সামাদের ভাই খলিলুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ