পটুয়াখালীর রাঙ্গাবালী সংলগ্ন আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামুন হাওলাদার (২৫) ও নজরুল ইসলাম (৩২) নামে দুই যুবককে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও সাতজনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার রাত ১২টার দিকে এই কারাদণ্ড প্রদান করেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফাকুর রহমান।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমান জানান, বেশ কয়েকদিন ধরে দণ্ডপ্রাপ্তরা অবৈধভাবে বালু কেটে আসছে। এতে ঝুঁকির মুখে পড়ছে রাঙ্গাবালী উপজেলাসহ আশপাশের এলাকা। এরপরও যদি কেউ অবৈধভাবে বালু কাটার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই