হত্যা ও অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি, মাদক ও চাঁদাবাজির সাথে জড়িত ব্যক্তিকে নৌকা প্রতীক দেয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁচড়া চেকপোস্ট মোড়ে চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মোড়লের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নৌকা প্রতীক পাওয়া সেলিম রেজা পান্নু আওয়ামী লীগে একজন অনুপ্রবেশকারী, হত্যা ও অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি। বক্তারা অভিযোগ করেন, সেলিম রেজা পান্নু আওয়ামী লীগে আসার পর সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় ত্রাস সৃষ্টি, চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে আসছেন।
অবিলম্বে সেলিম রেজা পান্নুর মনোনয়ন বাতিল করে পরীক্ষিত কোনো মনোনয়ন প্রত্যাশীকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
বিডি প্রতিদিন/আবু জাফর