চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রাম থেকে রাজু আহম্মেদ (২৪) নামের মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে গ্রামের একটি বাঁশবাগান থেকে রাজুর লাশ উদ্ধার করা হয়। তার প্যান্টের পকেটে কীটনাশকের প্যাকেট পাওয়া গেছে। রাজু নেহালপুর গ্রামের দাউদ ফকিরের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, বুধবার সকালে গ্রামের এক নারী পুকুরে গোসল করতে যাওয়ার পথে রাজুর লাশ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
রাজুর পিতা দাউদ ফকির জানান, তার ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো। মঙ্গলবার রাতে সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। তাদের ধারণা, রাজু বিষপানে আত্মহত্যা করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা