দীর্ঘ ১৫ বছর পর পিরোজপুরে জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সম্মেলন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় জেলা মহিলা দল অয়োজিত পিরোজপুর কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এলিজা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহিলা দল বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির আহবায়ক জীবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। সম্মেলনে বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা ও মুক্তির দাবিতে বক্তব্য রাখা হয়।
বিডি প্রতিদিন/এএ