পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
এর পরপরই জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, পিরোজপুর পৌরসভা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সরকারী সেহরাওয়ার্দী কলেজ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
পুষ্পমাল্য অর্পণ শেষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
বিডি প্রতিদিন/এএ