সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে অভিযান চালিয়ে ৩০ ভরি ওজনের ৩টি স্বর্ণের বারসহ সাহেব আলী নামে (৪৫) এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। বুধবার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে সদর উপজেলার কুশখালী ইউনিয়নের ছয়কুরো নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
বিজিবি'র হিসাব মতে উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা। আটক সাহেব আলী সদর উপজেলার ভাদড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের উপ-পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি প্রেস বিজ্ঞপ্তির দেওয়া তথ্য মতে, বৈকারী বিওপি’র টহল কমান্ডার ল্যান্স নায়েক মো. সাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুশখালীর ছয়কুরো নামক স্থানে অভিযান চালিয়ে চোরাকারবারী সাহেব আলীকে আটক করে।
এসময় তার অপর সহযোগী সুব্রত কুমার সরকার বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে সাহেব আলীর দেহ তল্লাশী করে ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৩০ ভরি। পলাতক সুব্রত কুমার উপজেলার কুশখালী গ্রামের দ্বীনোবন্ধু সরকারের ছেলে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত