কক্সবাজারের টেকনাফ সাবরাং কাঠাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা। সোমবার রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এম আব্দুর রউফ।
তিনি জানান, রাতে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি চালান পাচার হবে এমন সংবাদে টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া এলাকায় বিজিসি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়ে ব্যাগ হাতে এক ব্যক্তিকে সাবরাং কাটাবুনিয়া ঘাট থেকে ঝাউবনের দিকে অগ্রসর হতে দেখা যায়।
লোকটির গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামতে বলে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি নীল রং এর একটি ব্যাগ ফেলে দিয়ে দ্রুত ঝাউবনের দিকে পালিয়ে যায়। এসময় ফেলে দেওয়া নীল রং এর ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশী করে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল