যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ণ করে। পরে সকাল ১১টায়
উপজেলা বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস শহীদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি
কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক, রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের সদস্য এআর চেরাগ আলী, বিশ্বনাথ প্রেস ক্লাব একাংশের সাধারণ সম্পাদক নবীন
সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ