বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র বাস্তবায়নে পাকিস্থানি হানাদার বাহিনী বাংলাদেশের মেধাবী ব্যক্তিদের ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালায়। বাঙালি জাতি যাতে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই নীল নকশার পরিকল্পনা বাস্তবায়ন করে পাকিস্থানের দোসররা।
মঙ্গলবার সকাল ৮টায় বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মজিবর রহমান মজনু বলেন, ষড়যন্ত্রকারী ও স্বাধীনতাবিরোধী চক্র আবারো দেশের উন্নয়ন-অগ্রগতি ব্যাহত করতে ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্বপ্ন ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, ড. মকবুল হোসেন, প্রদীপ কুমার রায়, অ্যাডভোকেট তবিবুর রহমান তবি, একেএম আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, আল-রাজী জুয়েল, শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, তপন চক্রবর্তী, এসএম শাহজাহান, খালেকুজ্জামান রাজা, আবুল কাশেম ফকির, আবু সেলিম, আতিকুর রহমান দুলু।
আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, রাহুল গাজী, সাইফুল ইসলাম বুলবুল, আবু সুফিয়াান শফিক, আবু ওবায়াদুল হাসান ববি, হেফাজত আর মীরা, আব্দুস সালাম, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান শাহীন আলমগীর হোসেন স্বপন, সোহরাব হোসেন শানু, সাবরিনা সরকার পিংকি, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, অ্যাডভোকেট লাইজিন আরা লীনা, ডালিয়া নাসরিন রিক্তা, রাশেদুজ্জামান রাজন প্রমুখ।
এর আগে, সংগঠন কার্যালয়ের সামনে দলীয় ও সাংগঠনিক পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই