১৯৭১ সালে দিনাজপুরের নবাবগঞ্জের মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানী বাহিনীর হাতে নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার চড়ারহাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান হয়। পরে উপজেলার ভাদুরিয়া, দাউদপুর, খয়েরগুনিসহ উপজেলার যে সকল স্থানে মুক্তিযুদ্ধ সংগঠিত ও গণহত্যা হয়েছিল, সেসব স্থানেও স্মৃতিচারণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। সভায় বিশেষ অতিথি থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রপ্রকাশ চক্রবর্তী, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আনিছুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগন বক্তব্য দেন।
বিডি প্রতিদিন/এএ