ময়মনসিংহের হালুয়াঘাটে নিজ কন্যার জামাতার বাড়িতে হত্যার শিকার হয়েছেন জব্বার আলী (৭৫) নামে এক বৃদ্ধ। মঙ্গলবার ভোরে উপজেলার কৈচাপুর ইউনিয়নের গাঙ্গিনাপাড় এলাকার নজরুল ইসলামের (জামাতা) বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের শরীর জুড়ে দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত বৃদ্ধ একই উপজেলার ধারা ইউনিয়নের পূর্বধারা গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে বলে জানা যায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছেন ওসি মো. শাহীনুজ্জামান খান।
নিহতের পরিবারের পক্ষ থেকে জামিরুল ইসলাম জানায়, প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আমাদের প্রায় ১৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল জোর পূর্বক বিরোধপূর্ণ জায়গাটি দখলে নেয় তারা। এরই ধারাবাহিকতায় আজ ভোর রাতে একদল দুর্বৃত্ত আমার নানাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তিনি একাই ঘরে থাকতেন। ধারণা করা হচ্ছে, এই জমি সংক্রান্তের জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।
খবর পেয়ে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিনুল কবির তরফদার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পৌঁছায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের পর বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এমআই