ঝিনাইদহের হরিনাকুন্ডুতে সড়ক দুর্ঘটনায় রাসেল হোসেন (৩০) নামে এক বিকাশকর্মী নিহত হয়েছেন। এসময় তার সাথে থাকা রমজান আলী (৩২) নামে আরেক সহকর্মী আহত হয়। নিহত রাসেল সদর উপজেলার বড় কুলচারা গ্রামের গোলাম রসুলের ছেলে ও আহত রমজান একই উপজেলার দোগাছি গ্রামের গোলাম আলীর ছেলে। তারা দুইজনেই ঝিনাইদহ শহরে বিকাশের এসআর পদে কর্মরত। আজ বিকালে উপজেলার শিতলী গ্রাম এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধান বোঝাই করে ট্রলিটি হরিনাকুন্ডুর দিকে যাচ্ছিল। ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কের শিতলী গ্রামে ট্রলিটি পৌছানো মাত্রই বিপরীতগামী মোটরসাইকেলটি সাথে সংঘর্ষ হয়। সে সময় মোটরসাইলেক চালক রাসেল ছিটকিয়ে ট্রলির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার সহকর্মী রমজান আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবন্নতি হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিনাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহীম মোল্লা।
বিডি প্রতিদিন/এএম