ময়মনসিংহের হালুয়াঘাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হালুয়াঘাটের গাঙ্গিনা নদীর পাড়ে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হালুয়াঘাট উপজেলা কমান্ড।
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় বধ্যভূমি প্রাঙ্গণে। দিবসের অন্যান্য কর্মসূচিতে সূর্যাস্তের পর উপজেলা কোর্ট ভবন চত্তরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজাউল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তৌহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাগণ।
এছাড়াও পৃথকভাবে বাংলাদেশ আওয়ামীলীগ হালুয়াঘাট উপজেলার শাখার উদ্যোগে পুরাতন বাসট্যান্ড দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো ব্যাচ ধারণের মধ্যদিয়ে দিবসটির উদযাপন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকনসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ