কক্সবাজারের উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ সারোয়ার কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ। আজ সকাল ৮ টার দিকে তাকে আটক করা হয়। আটক সারোয়ার কামাল ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকের আবুল হোসেনের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্প সংলগ্ন রাস্তায় সাদা পোশাকে অবস্থান নেয় আর্মড পুলিশের একটি টিম। আনুমানিক সকাল ৮টার দিকে রোহিঙ্গা সরোয়ার কাধে ব্যাগ নিয়ে চেকপোস্ট এলাকায় এলে সাদা পোষাকে থাকা এপিবিএন সদস্যরা সরোয়ারকে সনাক্ত ও আটক করে। এসময় সরোয়ার এর সাথে থাকা ব্যাগ তল্লাসি করে ইয়াবা পাওয়া যায়। আটক সারওয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে, সে কয়েকজন অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীর সাথে যোগসাজশে মিয়ানমার সীমান্ত হতে মাদকদ্রব্য ক্রয় করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে।
এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান আর্মড পুলিশের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম