রাঙামাটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বরে রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অন্যদিকে, রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সাথে শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই