রংপুরের পীরগঞ্জে থানা পুলিশ ও সিআইডি এক ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়আলমপুর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত অটো চালক মোকছেদ আলী (৪৭) উপজেলার রামনাথপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত খিজির উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যায় তার ছেলে ইসাহাকের কাছ থেকে ক্ষনিকের জন্য ভ্যানটি চেয়ে নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেনি। মঙ্গলবার সকালে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করার সময় তারা খবর পায় কৈগাড়ী গ্রামের পুকুর পাড়ে ১টি গলাকাটা লাশ পড়ে আছে। সেখানে গিয়ে তারা মোকছেদ আলীর লাশ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রক্তমাখা একটি চাকু উদ্ধার করেন।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপরতা চলছে। এ ঘটনায় নিহত ভ্যানচালকের বড় ছেলে খোরশেদ মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেছে।
বিডি প্রতিদিন/এএম