নরসিংদীর রায়পুরা ধান ক্ষেত থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রায়পুরার উপজেলার মরজাল ইউনিয়নের চরমরজাল গ্রামের ৭নং ওয়ার্ডের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রুনা বেগম (২৭) ওই এলাকার মোছলেহ উদ্দিন ভূইয়ার মেয়ে ও একই এলাকার সৌদী প্রবাসী আবু কালাম মিয়ার স্ত্রী। নিহত রুনা বেগম ৩ সন্তানের জননী।
স্থানীয়রা জানায়, সোমবার রাতে নানা বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রুনা। পরে তার মামা বাড়িতে খোঁজ নিয়ে তাকে না পেয়ে পরিবারের লোকজন তার ফোনে একাধিক বার ফোন করে। সে সময় তার ফোন বন্ধ পায় স্বজনরা। পরে মঙ্গলবার একটি ক্ষেতে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ও রায়পুরা থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় রুনার পরিবার স্বামী আবু কালামসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
সোমবার রাতে নানা বাড়ি যাওয়ার কথা বলে বাপের বাড়ি থেকে বের হয় রুনা। পরবর্তীতে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে ডান চোখ উপড়ানো এবং ডান পা ভাঙ্গা রুনার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনআনুক ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম