ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে শহরের কাউতলীস্থ স্মৃতিসৌধ “হিরন্ময়” বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, পাকবাহিনী তাদের নিশ্চিত পরাজয় জানতে পেরে বাংলাদেশকে পিছিয়ে দিতে এই দিনে তারা বুদ্ধিজীবীদের নির্বিচারে হত্যা করেছিল। যা ইতিহাসের একটি ঘৃণ্যতম অধ্যায়। তবে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং তার আদর্শকে ধারণ করে বর্তমান সরকার বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করেছে।
বিডি প্রতিদিন/হিমেল