ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি, বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে সকালে একটি র্যালি বের হয়ে শহীদ মুক্তিযোদ্ধা বধ্যভূমি স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। প্রথমে জেলা প্রশাসনের কর্মকর্তারা তারপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক-রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ফেনী সরকারি কলেজের সম্মেলনে কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, ফেনীতে অরক্ষিত বধ্যভূমিগুলো যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করা হবে। রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বক্তারা সারাদেশে বুদ্ধিজীবীদের নারকীয় হত্যাযজ্ঞের কথা তুলে ধরেন ও পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদরদের তালিকা করে তাদের শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই