বাগেরহাটের মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজিবী দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও পৌরসভার তরফ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, তৈয়েবুর রহমান সেলিম, উপজেলা, থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল হোসেন ফকির, এম এ আজিজ ও মো. শাহজাহান আলী।
বিডি প্রতিদিন/এএম