নোয়াখালীতে ২৫ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইন্সের শহীদ কনস্টেবল মনিরুল হক অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেয়া হয়।
এ সময় সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (ডিআইজি) পিটিসি নোয়াখালী এসএম রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (সিআইডি) নোয়াখালী বশির আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ