“আগুনের পরশমনী ছোঁয়াও প্রাণে” এই গানের সুরের তালে তালে শহীদদের স্মরণে ঐতিহ্যবাহী দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে মোমবাতির আলো প্রজ্জলন অনুষ্ঠিত হয়। অপরদিকে, মহিলা পরিষদ শহীদ স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
মঙ্গলবার সন্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদদের স্মরণে ঐতিহ্যবাহী শত বছরের নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে এ মোমবাতির আলো প্রজ্জলন করা হয় এবং মহিলা পরিষদ দিনাজপুর নেতৃবৃন্দ দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শহীদ স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন করেছে।
নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদুল্লাহ, সহসাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, শেখ সাগীর আহম্মেদ কমল, সহনাট্যাধক্ষ্য মো. তরিকুল আলম এর নেতৃত্বে শহীদদের স্মরণে আলো প্রজ্জলন অনুষ্ঠিত হয়। এ সময় উদীচীর সাধারণ সম্পাদক সত্য ঘোষ, সাংগঠনিক সম্পাদক অমৃত রায় সহ নাট্য সমিতির অন্যান্য সদস্যরা আলো প্রজ্জলন অনুষ্ঠানে অংশগ্রহন করে।
অপরদিকে, শহীদ স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সহসভাপতি মাহবুবা খাতুন, সুমিত্রা বেসরা, সহসাধারণ সম্পাদক মনোয়ারা সানুসহ জেলা ও মহল্লা কমিটির সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ