ময়মনসিংহের ফুলপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার শহীদদের শ্রদ্ধা জানাতে সরচাপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মেয়র শশধর সেন, ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, ফুলপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন শেখ।
আরও বক্তব্য রাখেন ফুলপুর মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন, ফুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি দিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।
ফুলপুর মহিলা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলামের কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হওয়া আলোচনা সভাটি উপজেলা একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর সঞ্চালনা করেন।
বিডি প্রতিদিন/এমআই