কক্সবাজারের পেকুয়ায় ধান মাড়ানোর মেশিনে মাথার চুল পেঁচিয়ে মাইমুনা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বারবাকিয়া ইউনিয়নে দক্ষিণ সবজীবন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইমুনা বেগম একই এলাকার আহমদ হোসেনের স্ত্রী। তিনি ছয় ছেলে ও দুই মেয়ের জননী।
নিহতের ছেলে মাহমুদুল করিম বলেন, মঙ্গলবার বাড়ির উঠানে আধুনিক মেশিনের মাধ্যমে ধান মাড়াই করা হচ্ছিলো। বিকেলে আমার মা অসাবধানতায় মেশিনের কাছে চলে যায়। এসময় বেল্টে চুল জড়িয়ে তিনি মেশিনটিতে আটকে যান। এতে মাথায় মারাত্মকভাবে আঘাত পান। তার মাথার খুলি ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফাবিহা মেহজাবিন বলেন, মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মাইমুনা বেগমের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু। নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল