শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী গণকবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে আলোক প্রজ্জ্বলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
জানা যায়, বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে শ্রদ্ধাঞ্জলি ও মোমবাতি জ্বালিয়ে মহান মুক্তিযুদ্ধে উপজেলার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ ও সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. জহুরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন ও সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক