বাগেরহাটে শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল হাওলাদারকে (২৫) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করে।
এর আগে, সন্ধ্যায় নির্যাতিত ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে রুবেল ও সজলকে আসামি করে বাগেরহাট মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পরেই রুবেলকে গ্রেফতার করতে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই তকিবুর রহমান পুলিশ নিয়ে অভিযান শুরু করেন।
অন্যদিকে, র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি টিমও রুবেলকে ধরতে অভিযানে নামে। পরে যৌথ অভিযানের মুখে পালিয়ে যাওয়ার সময় লখপুর এলাকা রুবেল হাওলাদারকে গ্রেফতার করা হয়। তাকে বর্তমানে র্যাব-৬ এর হেফাজতে রাখা হয়েছে।
জানা গেছে, গ্রেফতার রুবেল হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট গ্রামের মৃত জাকির হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে বাদেকাড়াপাড়া এলাকায় নানা বাড়িতে থাকতেন। নির্যাতনের স্বীকার ওই গৃহবধূর প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল।
গ্রেফতারকৃত অপর আসামি সজল মল্লিকের সহযোগিতায় সোমবার দিবাগত গভীর রাতে কৌশলে ভিকটিমের ঘরে ঢুকে সন্তানকে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে রুবেল।
পরবর্তীতে মঙ্গলবার সকালে নির্যাতিতা গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে সজল মল্লিককে আটক করা হয়। গ্রেফতারকৃত সজল মল্লিক বাদেকাড়াপাড়া এলাকার মফিজ মল্লিকের ছেলে।
বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাহমুদ হাসান বলেন, বিষয়টি শুনে সকালেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে একজনকে গ্রেফতার করি। পরে রাতে যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রুবেল হাওলাদারকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক