নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানিয়া (২২) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ৮ নং ওয়ার্ডের নতুন আইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তানিয়া বরগুনা জেলার আমতলী এলাকার সেলিম খানের মেয়ে। সে তার দুই বোনকে নিয়ে এখানে ভাড়া থাকতো এবং মানুষের বাসা বাড়িতে কাজ করতো।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেউ তাকে হত্যা করেছে তবে কি কারণে তা নিশ্চিত নয়। আমরা তদন্ত করছি, হত্যাকারী যেই হোক তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ