বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে গত ৭ ডিসেম্বর ‘ঝুঁকিপূর্ণ ভবনে চলছে সরকারি বীজ বিক্রি’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হওয়ার পর নিউজটি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব বিএডিসির চেয়ারম্যান এএফএম হায়াতুল্লাহর দৃষ্টিগোচর হয়। পরে তাঁর নির্দেশে ভবনটি পরিদর্শনের জন্য আজ বুধবার দুপুর পৌনে ১২ টার দিকে বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ বিভাগ) কৃষিবিদ মো. আরিফ হোসেন খান ঘটনাস্থলে আসেন। এরপর তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।
এসময় তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ প্রতিদিনের নিউজটি আমাদের চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি গোচর হলে তিনি আমাকে এটি পরিদর্শনে পাঠান। এখন আমি দেখে গেলাম। ভবনটির অবস্থা আসলেই খুবই খারাপ। আমার সাথে আরো অফিসাররা রয়েছেন। তারাও দেখলেন। আমরা গিয়ে স্যারকে রিপোর্ট দিবো। তারপর হয়তো আরো উচ্চতর টিম বা প্রকৌশলীরা আসবেন। তারা এসে দেখে যদি মনে করেন যে সংস্কার করলেই চলবে, তাহলে সংস্কার করাবেন। আর যদি বলেন এটিকে পরিত্যক্ত ঘোষণা করে এখানে নতুন ভবন নির্মাণ করতে হবে তাহলে তাই করা হবে। এসময় বিএডিসির জেলা উপ-পরিচালক (বীজ বিপণন) মো. আইয়ূব উল্লাহ, ফুলপুর বিএডিসি’র উপ-সহকারি পরিচালক (বীজ বিপণন) মো. আশরাফ হোসাইন, ফুলপুর ক্ষুদ্র সেচ ইউনিটের উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল