চাঁদপুরের জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন কর্তৃক বিদ্যালয়ের কর্মচারী সাগর তালুকদারকে নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের দয়াময়ী মোড়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ জামালপুর জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনটির সভাপতি জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহসভাপতি সাদ্দাম হোসেন, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা শাখার সভপতি মাহফুজুর রহমান রোমান প্রমুখ। এ সময় বক্তারা চাঁদপরের মতলব উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন কর্তৃক একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী সাগর তালুকদারকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে প্রধান শিক্ষকের বহিষ্কার ও বিচার দাবি করেন।
বিডি প্রতিদিন/এএ