ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন থেকে ডাকাত দলের ৮ সদস্যকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। সোমবার রাতে নগরকান্দা থানা পুলিশের একটি দল বটতলা এলাকা থেকে ৮ ডাকাতকে গ্রেফতার করে।
ডাকাতির পূর্ব প্রস্তুতিকালে ডাকাত দলের এ সদস্যদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে রাম-দা, হাতুড়ি, খেলনা পিস্তল, লোহার রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
নগরকান্দার থানার ওসি হাবিল হোসেন জানান, আটককৃত ডাকাত দলটি দীর্ঘদিন ধরে ডাকাতির কাজে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম