দীর্ঘ ১১ বছর পর বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আনন্দ, উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। ২২ ডিসেম্বর বিকেল ৩টায় উপজেলার সদর থেকে আড়াই কিলোমিটার দূরে উথলী উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলন উদ্বোধন করবেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর রায়। প্রধান বক্তা থাকবেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
থানা বিএনপির আহবায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাস্টার আব্দুর রাজ্জাক জানান, এর আগে ২০১০ সালে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে থানা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।
সম্মেলনে উপজেলার ১২টি ইউনিয়নে ৭১ জন করে ৮৫২জন কাউন্সিলর ও ৬শ ডেলিকেট উপস্থিত থাকবেন। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মীর শাহে আলম জানান, বগুড়া জেলার মধ্যে এই প্রথম শিবগঞ্জ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে দলের জাতীয় স্থায়ী কমিটির নেতা গয়েশ্বর রায় উপস্থিত থাকবেন। তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উজ্জীবিত হবে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ত্বরান্বিত হবে।
এদিকে শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক ইদ্রিস আলী বলেন, একই মঞ্চে শিবগঞ্জ পৌর বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এএ