টাঙ্গাইলের কালিহাতীতে খাদের পানিতে ডুবে সিয়াম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগড়বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সিয়াম ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।
এ ব্যাপারে উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদ তালুকদার বলেন, শিশু সিয়াম বাড়ির আঙিনায় খেলা করছিল, অন্যদিকে তার মা পাশেই কাজ করছিল। খেলার এক পর্যায়ে শিশুটি বাড়ির পাশের খাদে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোজাখুজি শুরু করেন। এসময় খাদের পাশে শিশুটির হাতে থাকা রুটি বানানোর বেলান পড়ে থাকতে দেখে ওই খাদে থেকে শিুশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।
বিডি প্রতিদিন/এএম