ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ সমাবেশ হয়।
১৮ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত এ সেবা সপ্তাহ চলবে। অনুষ্ঠিত সমাবেশে নব দম্পতি, এক সন্তানের মা, দুই সন্তানের মা, অন্তঃসত্ত্বাসহ ৪০ জন অংশ নেন।এতে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনসুর আহমেদ, কমিউনিটি মেডিকেল অফিসার তানবীর আহমেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আলমগীর মিয়া, পরিবার কল্যাণ পরিদর্শিকা কোহিনূর বেগমসহ পরিবার কল্যাণ সহকারীগণ।
মা সমাবেশ শেষে উপস্থিত সবার মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম