স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে আলহাজ্ব মিঠু মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, শ্যামল কুমার ব্যানার্জী, পৌরমেয়র অমিতাব বোস। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মিঠু মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, আব্দুর রহমান। পরে ফরিদপুরের ৫০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার হিসাবে কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম