খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে টাঙ্গাইলে বুধবার বিএনপি’র মহাসমাবেশকে সফল করতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনয়াতনে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির উদ্যোগে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান ও জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান। সভা সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক সানু।
কেন্দ্রীয় বিএনপি’র ভাইস-চেয়ারম্যান আহমেদ আযম খান সাংবাদিকদের বলেন, দীর্ঘ ২০ বছর পর টাঙ্গাইলে বিএনপি’র উদ্যোগে বড় ধরনের কোনো মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। মহাসমাবেশের মৌখিক অনুমতি পেলেও এখনো লিখিতভাবে অনুমতি পাইনি। আশা করি স্বল্প সময়ের মধ্যেই অনুমতি পেয়ে যাব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। এতে প্রধান বক্তা থাকবেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা উত্তর মহানগর বিএনপি’র আহ্বায়ক আমানুল্লাহ আমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসির, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জি, দেওয়ান সফিকুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, আতাউর রহমান জিন্নাহ, আশরাফ পাহেলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ।
এতে জেলা বিএনপি, যুবদল, মহিলাদল, শ্রমিকদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই