শীত উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিরাপত্তার বিষয়ে পরিকল্পনা করেছে প্রশাসন। নির্বাচনে পটুয়াখালীতে ৫ টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে এবং ২ টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহণ হচ্ছে।
তিনি আরও বলেন, এ নির্বাচনে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া, চরমোন্তাজ, চালিতাবুনিয়া ও রাঙ্গাবালী সদর ইউনিয়নে (ইউপি) নির্বাচন হচ্ছে। এ চারটিতে ১৮ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩৬ জন মেম্বার ও ৪৭ জন সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী। এবং কলাপাড়া উপজেলার চাকামইয়া, টিয়াখালী ও নীলগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩১ জন ও সাধারণ সদস্য পদে ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৪টি ইউনিয়নের ৩৯ টি ভোট কেন্দ্রে ৬৩ হাজার ১৪৩ জন ভোটার এর মধ্যে পুরুষ ৩১ হাজার ৮৩৭ জন এবং নারী ৩১ হাজার ২৯২ জন। এছাড়া তিনটি ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রে ৪৯ হাজার ৭৫৩জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত