চতুর্থ ধাপে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে এবং ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নসহ মোট ৮টি ইউনিয়নে আজ রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকালের শুরুতে ভোটকেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি বেশি ছিল। জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ভোট শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এবং সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। এতে ভোটার রয়েছেন ৯৭ হাজার ৪৬ জন। ৪টি ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী অংশ নিয়েছেন। এছাড়া সাধারণ মেম্বার পদে ১৪৩ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন
অন্যদিকে ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখানে মোট ভোটার রয়েছেন ৭৯ হাজার ৫৫৪ জন। এখানে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ মেম্বার পদে ১৬৭ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/এএ