শুরু হয়েছে চতুর্থ ধাপে নীলফামারী ডিমলা উপজেলার ৭টি ও সৈয়দপুর উপজেলার ৫টিসহ মোট ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। শীত উপক্ষো করে সকাল আটটা থেকে এক যোগে শুরু হওয়া ১২ ইউনিয়নের ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্য়ন্ত। সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটরের উপস্থিতি। তবে প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এসব কেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি টহলে রয়েছে র্যাব ও বিজিবির সদস্যরা। এছাড়াও এসব কেন্দ্রে তিনটি মোবাইল কোর্ট নিয়োজিত রয়েছে।
ডিমলা উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১ লাখ ৬২ হাজার ৯৯৮ জন ভোটার। ওই সাত ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৯৬ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে সৈয়দপুর উপজেলার ৫ ইউনিয়নে মোট ১ লাখ ৭ হাজার ৩৩৫ জন ভোটার। ওই ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৬২ জন এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/এএ