রবিবার সকাল ৮টা থেকে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী, রাজারহাট ও উলিপুর উপজেলার ২১টি ইউনিয়নের কেন্দ্রে ঘন কুয়াশা ও শীতকে উপেক্ষা করে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের উপচে পড়া ভিড় কেন্দ্রসমূহে দেখা যায়।
এবারের ভোটে জেলার উলিপুর উপজেলায় ১৩টি, রাজারহাট উপজেলায় ৭টি ও নাগেশ্বরী উপজেলায় ১টি ইউনিয়নসহ মোট ২১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪৪ জন, সাধারণ সদস্য পদে ৯শ ১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩শ ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৩ উপজেলায় ২১টি ইউনিয়নে ২শ ১৯টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৬০ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে।
বিডি প্রতিদিন/এএ