সংঘর্ষ, ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে কিশোরগঞ্জের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুটি হলো হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর ও কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া কেন্দ্র।
এছাড়া হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের রামপুর হোসাইনিয়া বালিকা দাখিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ৬ কিশোরকে আটক করা হয়েছে। সকাল সাড়ে দশটায় ওই কেন্দ্রে সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৬ কিশোরকে আটক করেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহজাহান কবীর ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত করা হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই পুনরায় চালু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ