গাজীপুরের দুইটি ইউনিয়ন পরিষদে নির্বাচন সকাল থেকেই উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২২ জন ও সাধারণ সদস্য পদে ৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইটি ইউনিয়নের মোট ভোট কেন্দ্র ২৯টি। এর মধ্যে ১১টি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৬০ হাজার ৩৯১ জন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে মোট ভোটার ২৯ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ২০৩ জন ও নারী ভোটার ১৪ হাজার ৪৯১ জন। মোট ভোট কেন্দ্র ১৫টি। এখানে চেয়ারম্যান প্রার্থী ৩জন, সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী ১৪ জন এবং সাধারণ মেম্বার প্রার্থী ৩৯ জন।
এদিকে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নে মোট ভোটার ৩০ হাজার ৬৯৭ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৫২৬ জন ও নারী ভোটার ১৫ হাজার ১৭১ জন। মোট ভোট কেন্দ্র ১৪টি। এখানে চেয়ারম্যান প্রার্থী ৪জন, সংরক্ষিত আসনে মেম্বার প্রার্থী ৮জন এবং সাধারণ মেম্বার প্রার্থী ২৮ জন।
বিডি প্রতিদিন/এএ