চতুর্থ দফার ইউপি নির্বাচনে দিনাজপুরের তিন উপজেলার ২১ ইউপিতে ভোটগ্রহণ প্রায় শেষের দিকে। ৪টা বাজে শেষ হবে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকেই শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভিড় করছেন ভোটাররা। শীতের মধ্যেও বয়স্কদেরও ভোটকেন্দ্রে ভোট দিতে আসতে দেখা গেছে।
এদিকে, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে দিনাজপুরের বীরগঞ্জ, কাহারোল ও খানসামা উপজেলার ২১ ইউনিয়নের ২০২টি কেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়।
খানসামার গোয়ালডিহি ইউপির উত্তর দুবলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শীতকে উপেক্ষা করে ভোট দিয়েছেন ৯২ বছরের রমেশ চন্দ্র কর। এসময় তিনি জানান, ‘আর কতদিন বাঁচমু? তাই ভোট দিলাম।’
বিডি প্রতিদিন/ফারজানা