জমি নিয়ে বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হাফিজার রহমান (৭২) নামে এক কৃষক মারা গেছে। রবিবার ভোর ৫ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাফিজার রহমান উপজেলার চিকাশি ইউনিয়নের ছোটচাপড়া গ্রামের জমসের আলীর ছেলে। শনিবার সকাল ১০টার দিকে বাড়ির অদুরে ফসলি জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত হন হাফিজার রহমান।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছোট চাপড়া গ্রামের হাফিজার রহমানের ৫০ শতক জমির মালিকানা ও দখল নিয়ে একই এলাকার হটিয়ারপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে শাহিনুর রহমানের সাথে ১৯ বছর ধরে পাল্টাপাল্টি মামলা চলছে। শনিবার সকাল ১০টার দিকে শাহিনুর রহমান ও তার লোকজন বিবাদমান ওই জমির দখল নিতে যায়। খবর পেয়ে হাফিজার রহমান ও তার জমির বর্গাচাষী হটিয়ারপাড়া গ্রামের চান মিয়া জমির দখলে বাধা প্রদান করে। এসময় শাহিনুর রহমান ও তার লোকজন হাফিজার রহমান ও চান মিয়াকে পিটিয়ে আহত করেন।
পরে স্থানীয় লোকজন আহত হাফিজার রহমান ও চান মিয়াকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে হাফিজার রহমানের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাফিজার রহমান মারা যান। আহত চান মিয়া ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছে। ঘটনার পর থেকে শাহিনুর রহমান ও তার লোকজন পলাতক থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএ